31 C
Kolkata
August 1, 2025
রাজ্য

দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আড়াই লক্ষ মানুষের সমাগম হবে প্রধানমন্ত্রীর সভায়’, দুর্গাপুর থেকে বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের একটি অংশ থেকে বিজেপির কর্মকর্তারা এবং সমর্থকরা আসবেন। প্রধানমন্ত্রী প্রথমেই গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সহ বহু কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

তারপরেই নেহেরু স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন। আমাদের লক্ষ্য রয়েছে দুই থেকে আড়াই লক্ষ মানুষকে এই জনসভায় নিয়ে আসা।”চলতি মাসের ১৮ তারিখে বিহারের মতিহারি থেকে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই তিনি সেখান থেকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে পৌঁছাবেন। সেই নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

Related posts

Leave a Comment