November 1, 2025
দেশ

নির্বাচিত উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সি.পি. রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স (X)-এ দেওয়া বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন—
“ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রী সি.পি. রাধাকৃষ্ণনকে অভিনন্দন! জনজীবনে আপনার কয়েক দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনাকে একটি সফল ও প্রভাবশালী মেয়াদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী মোদি-ও রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানান। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন—
“২০২৫ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় থিরু সি.পি. রাধাকৃষ্ণন জিকে অভিনন্দন। সমাজসেবা ও দরিদ্র-অবহেলিত মানুষদের ক্ষমতায়নের প্রতি তাঁর জীবন সবসময় নিবেদিত ছিল। আমি নিশ্চিত তিনি একজন অসাধারণ উপরাষ্ট্রপতি হবেন, যিনি সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করবেন এবং সংসদীয় আলোচনাকে সমৃদ্ধ করবেন।”

উল্লেখ্য, এনডিএ-সমর্থিত প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন মঙ্গলবার ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ইন্ডিয়া জোট প্রার্থী বিচারপতি বি. সুধর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা নির্বাচনে ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দেন। ভোটদানের হার ছিল ৯৮.২০ শতাংশ। রাধাকৃষ্ণন পান ৪৫২টি প্রথম পছন্দের ভোট, আর বিচারপতি রেড্ডি পান ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়।

Related posts

Leave a Comment