জম্মু ও কাশ্মীরের পহলগামে মারাত্মক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, যাতে কমপক্ষে 26 জন পর্যটক নিহত হয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 24 এপ্রিল থেকে শুরু হওয়া তাঁর নির্ধারিত দুই দিনের অসম সফর স্থগিত করেছেন।
রাষ্ট্রপতি ভবন কাশ্মীরের মর্মান্তিক ঘটনাকে ঘিরে জাতীয় শোক ও সংবেদনশীলতার কথা উল্লেখ করে আসামের রাজ্যপালের সচিবালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
তিনি বলেন, ‘হামলার কারণে স্থগিতের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আমরা একটি বার্তা পেয়েছি।রাজ্যপালের সচিবালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সফরের সময়সূচি পরে পরিবর্তন করা হবে।
24শে এপ্রিল সন্ধ্যায় মুর্মুর গুয়াহাটিতে পৌঁছনোর কথা ছিল এবং পরের দিন দুটি বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।
তাঁর ভ্রমণপথের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রশংসিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিংকে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান করা।