19 C
Kolkata
December 4, 2025
দেশ

বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

গাবোরোনে, ১২ নভেম্বর:ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা বোকো-র সঙ্গে গাবোরোনেতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।রাষ্ট্রপতি মুর্মু বলেন, “ভারত ও বতসোয়ানার সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

আমাদের লক্ষ্য— পারস্পরিক উন্নয়ন ও আফ্রিকা–ভারত সম্পর্ককে আরও মজবুত করা।”বৈঠকে উভয় দেশ প্রযুক্তি বিনিময়, ডিজিটাল সংযোগ এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। বোকো বলেন, “ভারতের উন্নয়ন মডেল বতসোয়ানার জন্য অনুপ্রেরণা।

আমরা ভবিষ্যতে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানাই।”রাষ্ট্রপতির এই সফর আফ্রিকার সঙ্গে ভারতের কূটনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি অ্যাঙ্গোলায় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষ করে বতসোয়ানায় পৌঁছান।

Related posts

Leave a Comment