রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার কেরালার প্রসিদ্ধ শবরীমালা শ্রী অয়্যাপ্পা মন্দিরে দর্শন করেন, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান হিসেবে বিবেচিত। ভক্তি-ভরে ‘ইরুমুডিকেট্টু’ বহন করে তিনি পবিত্র ‘পথিনেট্টাম্পাডি’ (আঠারো পবিত্র সোপান) অতিক্রম করেন— যা শবরীমালা দর্শনের অন্যতম মূল ধর্মীয় আচার।রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষী দলও তাঁর সঙ্গে পায়ে হেঁটে পাহাড়ে আরোহণ করেন।
‘সন্নিধানম’-এ পৌঁছলে তন্ত্রি কন্দরারু মহেশ মোহানন তাঁকে ‘পূর্নকুম্ভম’ দিয়ে পূজনীয় অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির সঙ্গে ADC সওরভ এস. নাইয়ার, PSO বিনয় মাথুর এবং রাষ্ট্রপতির জামাতা গণেশ চন্দ্র হোমব্রামও ঐতিহ্যবাহী ইরুমুডি বহন করে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন।কেরালা দেবস্বম মন্ত্রী ভি. এন. বাসাবান সন্নিধানমে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
তিনি মধ্যাহ্নের বিশেষ পূজা ‘উচ্ছাপূজা’-য় অংশ নেন এবং এরপর দেবস্বম অতিথিশালায় বিশ্রাম নেন।এদিন সকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাথানামথিট্টায় পৌঁছন। সেখান থেকে সড়কপথে তিনি পাম্বা ঘাঁটিতে পৌঁছন। পাম্বা গণপতি মন্দিরে ইরুমুডি বাঁধার আচার সম্পন্ন করার পর স্বামী অয়্যাপ্পন রোড ধরে চারচাকা গাড়িতে সন্নিধানমে পৌঁছন— এর ফলে তিনিই হলেন প্রথম রাষ্ট্রপ্রধান যিনি যানবাহনে করে সন্নিধানমে পৌঁছলেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি ভি. ভি. গিরি ডলি পরিষেবা ব্যবহার করে সন্নিধানমে পৌঁছেছিলেন। তাঁর সফর উপলক্ষে প্রথমবারের মতো ডলি সার্ভিস চালু হয়েছিল।রাষ্ট্রপতি মুর্মু রাতে তিরুবনন্তপুরমে ফিরে যাবেন এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
