October 29, 2025
দেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাফাল উড়ান, ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপ্রধান

অম্বালা— ইতিহাসের সাক্ষী রইল অম্বালা বিমান ঘাঁটি। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল যুদ্ধবিমানে উড্ডয়ন করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে এ প্রথম কোনও রাষ্ট্রপতি রাফাল বিমানে আকাশযাত্রা করলেন।

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু অম্বালার এয়ার ফোর্স স্টেশন থেকে রাফাল বিমানে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন এক অভিজ্ঞ পরীক্ষামূলক পাইলট। উড্ডয়নের সময় বিমানটি নির্ধারিত উচ্চতায় উঠে কয়েকটি কৌশলগত চালনা সম্পন্ন করে। প্রায় আধ ঘণ্টার এই যাত্রায় রাষ্ট্রপতি নিজে যুদ্ধবিমানের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে আগ্রহভরে জানতে চান।

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির এই উড্ডয়ন শুধু প্রতীকী নয়, এটি ভারতের সামরিক সক্ষমতা এবং মহিলা নেতৃত্বের অংশগ্রহণের এক উজ্জ্বল উদাহরণ।

রাষ্ট্রপতির দপ্তরের তরফে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু বায়ুসেনার দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেছেন এবং দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাঁর গভীর আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

অম্বালায় উপস্থিত বায়ুসেনা কর্তারা বলেন, ‘রাষ্ট্রপতির এই উড্ডয়ন আমাদের জন্য গর্বের বিষয়। এটি ভারতের নারীশক্তির অগ্রযাত্রারও প্রতীক।’

Related posts

Leave a Comment