মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে গঠিত হল নির্বাচনী বোর্ড। শনিবার এই সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে ডাকা হয়েছিল। বৈঠক শেষে বর্তমান সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর সঙ্গে নিভৃতে এই নির্বাচন নিয়ে কথা হয়। নির্ধারিত সময়ে যাতে মোনবাগান ক্লাবের নির্বাচন হয়, তা তুলে ধরেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু।
মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে সামনে রেখে নির্বাচনের ব্যাপারে সবরকম উদ্যোগ নেওয়া শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে আইনি পরামর্শ নেওয়ার জন্য পাঁচজন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এই বোর্ডে রাখা হয়েছে। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে মোহনবাগান ক্লাবের প্রধান পরামর্শদাতা অসীম রায়কে।
প্রসঙ্গত আগামী ২৪ মার্চ বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হবে। নিয়মানুসারে এই মেয়াদ শেষের তিন মাসের মধ্যে নির্বাচন করা হয়ে থাকে। সেই নির্বাচনের লক্ষ্যে এগিয়ে চলেছে বাগান কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, নির্বাচিত কার্যকরী সমিতির দায়িত্ব থাকবে তিন বছর।