November 1, 2025
টিভি-ও-সিনেমা

শান্তিনিকেতনে হোটেলের পচা খাবার ও কর্মীর জঘন্য ব্যবহার, অস্মিতা-প্রারব্ধির বেড়ানো কষ্টদায়ক

ছোটপর্দার অভিনেতা প্রারব্ধি সিংহ এবং বান্ধবী অস্মিতা চক্রবর্তী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েও আশা মতো আনন্দ উপভোগ করতে পারেননি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে বোলপুরে ঘুরতে গিয়ে হোটেলের খাবারের কারণে তাদের ছুটি বিষণ্ণ হয়ে উঠল।প্রারব্ধি জানালেন, “পাঁঠার মাংস অর্ডার করেছিলাম, কিন্তু সেটি টক ছিল। হোটেল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করতে চায়নি। অস্মিতার সঙ্গেও জঘন্য ব্যবহার করা হয়েছে।”

পরিস্থিতা এমন হয় যে, সকালে হোটেলে খাবারের সময় প্রারব্ধি কিছু খেতে চাইছিলেন না। অস্মিতা ‘থালি’ খাবেন বলে ঠিক করলে হোটেলের কর্মী বলেন, ভাগ করে খাওয়া যাবে না, খেলে পুরো থালি অর্ডার করতে হবে এবং জঘন্য ব্যবহার করে। অস্মিতা ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।বর্তমানে অস্মিতা ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে, আর প্রারব্ধি নতুন ধারাবাহিকের প্রস্তুতিতে ব্যস্ত।

Related posts

Leave a Comment