হারিয়ে যাওয়া একশোটি মোবাইল ফিরিয়ে দিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার পুলিশ। বুধবার মোবাইল গ্রাহকদের হাতে সেই মোবাইল তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। কারোর ২ বছর আগে কারোর ৩ বছর আগে হারিয়ে গিয়েছিল মোবাইল। সেই হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগ জমা পড়ে কল্যাণী থানায়। এরপর পুলিশ তদন্তে নেমে মোবাইলগুলি নদিয়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল গ্রাহকরা।
previous post
