দীননাথ চক্রবর্তী
তোমার কথার দর্পণে যখন
নিজেরে আমি দেখি ,
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত
রক্তে রক্তে অপমানিত
ভালোবাসা বড় দুখী
কথার দর্পণে যখন দেখি।
তোমার ভাবের দর্পণে যখন
নিজেরে আমি দেখি ,
কঠিন কঠোর শীতল শীলা
শ্যাওলা পিছল মৃত্যু ভেলা
ভালোবাসা বড় দুখী
ভাবের দর্পণে যখন দেখি ।
তোমার আচরণের দর্পণে যখন
নিজেরে আমি দেখি ,
আমার বুকের নদী শুকিয়ে খরা
পলি সুরে রাগে দিশেহারা
ভালোবাসা বড় দুখী
আচরণের দর্পণে যখন দেখি ।
previous post
next post