October 31, 2025
দেশ

নবরাত্রিতে দেশবাসীর উদ্দেশে চিঠি, আত্মনির্ভর ভারতের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি

নবরাত্রির শুভক্ষণে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক খোলা চিঠিতে তিনি আত্মনির্ভর ভারত গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।মোদি এক্স (X)-এ প্রকাশিত চিঠিতে দেশবাসীকে দেশীয় পণ্য কেনার ও বিদেশি দ্রব্যের উপর নির্ভরশীলতা কমানোর অনুরোধ করেন।

তিনি বলেন, “প্রতিটি ঘরকে স্বদেশির প্রতীক করতে হবে, প্রতিটি দোকানকে সাজাতে হবে দেশীয় দ্রব্য দিয়ে।”সম্প্রতি জিএসটি কর হ্রাসকে প্রধানমন্ত্রী একে “সঞ্চয়ের উৎসব” হিসেবে বর্ণনা করে বলেন, এর মাধ্যমে দেশের সমৃদ্ধি আরও দৃঢ় হবে।তিনি আরও উল্লেখ করেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার স্বপ্নে আত্মনির্ভরতা অত্যাবশ্যক।

বিদেশি নির্ভরশীলতা জাতীয় আত্মসম্মানকে খর্ব করে এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেন মোদি। তার কথায়, “যত বেশি বিদেশি নির্ভরশীলতা, তত বেশি দেশের ব্যর্থতা। আত্মনির্ভরতাই ভারতের সমস্যার একমাত্র সমাধান।”

Related posts

Leave a Comment