October 31, 2025
দেশ

সন্ধ্যা ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি; জিএসটি সংস্কার ও অর্থনৈতিক সহায়তার ঘোষণা সম্ভাবনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দেশজুড়ে কৌতূহল তৈরি হয়েছে এই ভাষণের বিষয়বস্তু নিয়ে। পর্যবেক্ষকরা মনে করছেন, তিনি নতুন জিএসটি সংস্কার নিয়ে বিস্তারিত জানাতে পারেন, যা আগামীকাল ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে

নতুন ব্যবস্থায় করের স্তর সহজীকরণ করা হচ্ছে। চারটি স্ল্যাব থেকে দুইটি স্ল্যাবে নামানো হচ্ছে— বেশিরভাগ পণ্য ও পরিষেবায় কর হবে হয় ৫% বা ১৮%। বিলাসবহুল পণ্যে কর হবে ৪০%, আর তামাকজাত দ্রব্য থাকছে ২৮% স্ল্যাবের সঙ্গে অতিরিক্ত সেস। এই পদক্ষেপ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (MSMEs) জন্য এই সংস্কারের সুফল ব্যাখ্যা করতে পারেন। পাশাপাশি তিনি অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা দিতে পারেন, বিশেষ করে উৎসব মৌসুমের আগে।মোদির ভাষণে আত্মনির্ভর ভারতের বার্তা আবারও উঠে আসতে পারে।

এছাড়া সাম্প্রতিক বিশ্ব বাণিজ্য উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি, ভারতের ব্যবসা ও পেশাজীবীদের উপর প্রভাব নিয়েও তিনি আলোকপাত করতে পারেন।নবরাত্রির আগমুহূর্তে দেওয়া এই ভাষণ প্রতীকী গুরুত্ব বহন করছে। উৎসবকে সমৃদ্ধি ও নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। তাই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ঘোষণা জনগণের মনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে।

Related posts

Leave a Comment