নয়াদিল্লি — কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের শারীরিক খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক সামাজিক মাধ্যমে তিনি জানান— ‘খাড়গেজির দ্রুত আরোগ্য ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করছি।’৮৩ বছর বয়সী খাড়গে মঙ্গলবার জ্বর, ক্লান্তি ও শরীর ব্যথার কারণে বেঙ্গালুরুর এম.এস. রামাইয়া হাসপাতালে ভর্তি হন।
 চিকিৎসকদের পরামর্শে বুধবার তাঁর হৃদপিণ্ডে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। কংগ্রেস নেতার ছেলে ও কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, ‘এটি একটি ছোট ও স্বল্প সময়ের প্রক্রিয়া ছিল। অপারেশনের পর থেকে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ৩ অক্টোবর থেকে তিনি ফের কাজ শুরু করবেন।’
প্রিয়াঙ্ক খাড়গে আরও জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৭ অক্টোবর নাগাল্যান্ড সফরে যাবেন কংগ্রেস সভাপতি। কোহিমার নাগা সলিডারিটি পার্কে একটি জনসভায় তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

