October 31, 2025
দেশ

নাগরিকদের আরও ফিট হতে চান প্রধানমন্ত্রী মোদি: ফিট ইন্ডিয়া সাইক্লিং অভিযানে শুভেচ্ছা মন্ত্রীর

নয়াদিল্লি: দেশের নাগরিকদের স্বাস্থ্য ও ফিটনেস উন্নয়নে জোর দিয়ে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ড. মনসুখ মাণ্ডবিয়া শুক্রবার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান প্রত্যেক ভারতীয় নাগরিক আরও সুস্থ ও ফিট হোক।তিনি বলেন, “প্রতিদিন অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফিটনেসের জন্য সময় দিন। এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ফিটার ইন্ডিয়া’ স্বপ্নকে আরও জোরদার করবে।”মন্ত্রী “ফিট ইন্ডিয়া আয়রন হুইলস অব ইউনিটি” অভিযানে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের শুভেচ্ছা জানান।

এই অভিযানের আয়োজন করা হয়েছে সরদার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে, ফিট ইন্ডিয়া মিশনের আওতায়।দুটি জাতীয় সাইক্লিং অভিযান—‘Iron Wheels of Unity’ এবং ‘Pedal to Plant’—দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করবে, জাতীয় ঐক্য ও ফিট ভারতের বার্তা নিয়ে।‘Iron Wheels of Unity’ অভিযানে ১৫০ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। তাঁরা ৩১ অক্টোবর জম্মু–কাশ্মীরের শ্রীনগর থেকে যাত্রা শুরু করে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত কন্যাকুমারী পৌঁছাবেন, প্রায় ৪৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করে।অন্যদিকে, ‘Pedal to Plant’ অভিযানটি অরুণাচল প্রদেশের পাংসাও থেকে শুরু হয়ে গুজরাটের মুন্দ্রা পর্যন্ত ৪০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। পথিমধ্যে সাইক্লিস্টরা ১ লক্ষ গাছের চারা রোপণ ও বিভিন্ন স্কুল–কলেজে জলবায়ু ও ফিটনেস সচেতনতা সেশন পরিচালনা করবেন।

এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পর্বতারোহী নিশা কুমারী, যিনি ২০২৩ সালে এভারেস্ট জয় করেন এবং ভারত থেকে লন্ডন পর্যন্ত সাইকেল চালিয়ে জলবায়ু পরিবর্তনের বার্তা ছড়িয়েছিলেন।মন্ত্রী মাণ্ডবিয়া বলেন, “সাইক্লিং শুধু ফিটনেসের জন্য নয়, এটি দূষণ রোধেরও একটি বড় সমাধান। প্রত্যেক ভারতীয়ের উচিত এই উদ্যোগে অংশ নিয়ে সুস্থ জীবনের দিকে এগিয়ে যাওয়া।”সরকারি তথ্য অনুযায়ী, এই দুটি অভিযান একত্রে প্রায় ১ লক্ষ কিলোগ্রাম কার্বন নির্গমন কমাবে, যা ফিট ইন্ডিয়া মিশনের পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর ভারত গড়ার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

Related posts

Leave a Comment