প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ সেপ্টেম্বর গুজরাট সফরে যাচ্ছেন। তিনি ভাভনগরে অনুষ্ঠিতব্য ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দেবেন এবং মোট ৩৪,২০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রকল্পগুলির মধ্যে রয়েছে সমুদ্রবন্দর, এলএনজি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জাতীয় সড়ক, স্বাস্থ্যসেবা ও নগর পরিবহণ খাতের উন্নয়ন। এর মধ্যে শুধুমাত্র সামুদ্রিক খাতে প্রায় ৭,৮৭০ কোটির প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।তিনি মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল উদ্বোধন করবেন, পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (কলকাতা)-তে নতুন কনটেইনার টার্মিনাল এবং প্যারাদ্বীপ বন্দর-এ নতুন কনটেইনার বার্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 
এছাড়া টুনা টেকরা মাল্টি-কার্গো টার্মিনাল ও পাটনা ও বারাণসীতে জাহাজ মেরামত কেন্দ্র-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এছাড়াও প্রায় ২৬,৩৫৪ কোটির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদীজি। এর মধ্যে রয়েছে এইচপিএলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল (ছারা বন্দর), ৬০০ মেগাওয়াট গ্রিন শু উদ্যোগ এবং অতিরিক্ত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। 
 প্রধানমন্ত্রী লোথালে নির্মীয়মাণ ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স (NMHC)-এর অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রায় ৪,৫০০ কোটি টাকার এই প্রকল্প ভারতের প্রাচীন সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণ ও উদ্যাপন করার পাশাপাশি পর্যটন, গবেষণা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।এছাড়া প্রধানমন্ত্রী ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন (DSIR)-এর উপর দিয়ে আকাশপথে সমীক্ষা করবেন, যা একটি টেকসই শিল্পায়ন, স্মার্ট অবকাঠামো এবং বৈশ্বিক বিনিয়োগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে।

