October 31, 2025
দেশ

২০ সেপ্টেম্বর গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন ৩৪,২০০ কোটিরও বেশি মূল্যের প্রকল্প


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ সেপ্টেম্বর গুজরাট সফরে যাচ্ছেন। তিনি ভাভনগরে অনুষ্ঠিতব্য ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দেবেন এবং মোট ৩৪,২০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রকল্পগুলির মধ্যে রয়েছে সমুদ্রবন্দর, এলএনজি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জাতীয় সড়ক, স্বাস্থ্যসেবা ও নগর পরিবহণ খাতের উন্নয়ন। এর মধ্যে শুধুমাত্র সামুদ্রিক খাতে প্রায় ৭,৮৭০ কোটির প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।তিনি মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল উদ্বোধন করবেন, পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (কলকাতা)-তে নতুন কনটেইনার টার্মিনাল এবং প্যারাদ্বীপ বন্দর-এ নতুন কনটেইনার বার্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া টুনা টেকরা মাল্টি-কার্গো টার্মিনালপাটনা ও বারাণসীতে জাহাজ মেরামত কেন্দ্র-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এছাড়াও প্রায় ২৬,৩৫৪ কোটির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদীজি। এর মধ্যে রয়েছে এইচপিএলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল (ছারা বন্দর), ৬০০ মেগাওয়াট গ্রিন শু উদ্যোগ এবং অতিরিক্ত নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।

প্রধানমন্ত্রী লোথালে নির্মীয়মাণ ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স (NMHC)-এর অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রায় ৪,৫০০ কোটি টাকার এই প্রকল্প ভারতের প্রাচীন সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণ ও উদ্‌যাপন করার পাশাপাশি পর্যটন, গবেষণা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।এছাড়া প্রধানমন্ত্রী ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন (DSIR)-এর উপর দিয়ে আকাশপথে সমীক্ষা করবেন, যা একটি টেকসই শিল্পায়ন, স্মার্ট অবকাঠামো এবং বৈশ্বিক বিনিয়োগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে।

Related posts

Leave a Comment