October 31, 2025
দেশ

১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশে স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৫তম জন্মদিনে, আগামী ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফর করবেন। এদিন তিনি স্বাস্থ্য, পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির সূচনা করবেন।মূল কর্মসূচির মধ্যে রয়েছে ‘সুস্থ নारी, সশক্ত পরিবার’ এবং ‘৮ম জাতীয় পুষ্টি মাস’, যা ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে পালিত হবে।

মোদি দেশের প্রথম পিএম মিত্রা পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মধ্যপ্রদেশের ধার জেলায়। প্রায় ২,১৫০ একর জমিতে তৈরি এই পার্কে থাকবে অত্যাধুনিক অবকাঠামো, যেমন কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ও সৌরবিদ্যুৎ কেন্দ্র। এর ফলে প্রায় ৩ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ২৩,১৪০ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।

তাঁর কর্মসূচির অংশ হিসেবে তিনি বিশেষত আদিবাসী এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন, জীবিকা বৃদ্ধি, স্যানিটেশন, জল সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন পরিষেবা মূলক কার্যক্রম চালু করবেন।প্রধানমন্ত্রী আরও এক কোটি সিকল সেল স্ক্রিনিং ও কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন, যা সিকল সেল অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করবে।

এছাড়া, ‘এক বাগিয়া মা-এর নামে’ উদ্যোগের অধীনে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যকে তিনি একটি চারা গাছ উপহার দেবেন। এর মাধ্যমে পরিবেশ রক্ষা ও নারীর আর্থিক ক্ষমতায়নকে উৎসাহিত করা হবে।

Related posts

Leave a Comment