December 6, 2025
দেশ

বিশ্ব ফুড ইন্ডিয়া ২০২৫ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লির ভারত মণ্ডপমে বিশ্ব ফুড ইন্ডিয়া (World Food India – WFI) ২০২৫-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করবেন।২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই মহাসম্মেলনে অংশ নেবে ১০০-র বেশি দেশ, যেখানে ১,৭০০-এরও বেশি প্রদর্শক এবং ৫০০ আন্তর্জাতিক ক্রেতা উপস্থিত থাকবেন। নিউজিল্যান্ড ও সৌদি আরব থাকছে পার্টনার কান্ট্রি হিসেবে, আর জাপান, রাশিয়া, ইউএই ও ভিয়েতনাম থাকছে ফোকাস কান্ট্রি হিসেবে।

আয়োজনে আলোচনায় আসবে ভারতকে বৈশ্বিক ফুড প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা, খাদ্য প্রক্রিয়াকরণে টেকসই উন্নয়ন ও নেট জিরো, এবং উদ্ভাবনভিত্তিক খাদ্য নিরাপত্তা।১৪টি বিশেষ প্যাভিলিয়নে আন্তর্জাতিক, রাজ্য ও মন্ত্রণালয় প্যাভিলিয়নের পাশাপাশি পেট ফুড, প্রযুক্তি ও স্টার্টআপ ইনোভেশনের আলাদা সেকশন থাকবে।

এছাড়া B2B, B2G ও G2G মিটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে।প্রায় ২৬,০০০ উপকারভোগীকে ৭৭০ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হবে খাদ্য প্রক্রিয়াকরণ খাতের ক্ষুদ্র প্রকল্পের জন্য, প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস (PMFME) প্রকল্পের আওতায়।প্রায় এক লাখ দর্শনার্থী উপস্থিত থাকার আশা করা হচ্ছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ও চিরাগ পাসোয়ান থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

Related posts

Leave a Comment