September 2, 2025
দেশ

উপ-রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এনডিএ সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে, আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাসভবনে এনডিএ সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এনডিএ-র কৌশল হলো—নিজেদের ৪২৫ জন সাংসদের কাছ থেকে ১০০ শতাংশ ভোট নিশ্চিত করা, যাতে ক্রস-ভোটিং এড়ানো যায় এবং প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের পক্ষে নিশ্চিত জয় আনা যায়।বিজেপি আশাবাদী, ইয়এসআরসিপি, বিজেডি এবং বিআরএস থেকেও সমর্থন পাবে।

ইয়এসআরসিপি ইতিমধ্যেই সমর্থন ঘোষণা করেছে। অন্যদিকে, বিজেডি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে নবীন পট্টনায়ককে ফোন করেছেন সমর্থন চেয়ে। বিআরএসকেও (রাজ্যসভার চার সদস্য) বিরোধী জোট INDIA সমর্থন চেয়ে অনুরোধ করেছে।এনডিএ সাংসদদের শৃঙ্খলাবদ্ধ রাখতে রাজ্যভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

যেমন উত্তরপ্রদেশে দায়িত্বে আছেন পীযূষ গয়াল ও লক্ষ্মীকান্ত বাজপেয়ী, বিহারে নিত্যানন্দ রায় ও সঞ্জয় জয়সওয়াল। এলজেপি–জেডিইউ সাংসদদের ভোট নিশ্চিত করতে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন চিরাগ পাসোয়ান ও সঞ্জয় ঝা। ৬–৮ সেপ্টেম্বর সাংসদদের জন্য কর্মশালারও আয়োজন করা হচ্ছে যাতে ভোটদানের সময় কোনো ভুল না হয়।ভোট হবে গোপন ব্যালটে এবং কোনো হুইপ প্রযোজ্য নয়, ফলে ক্রস-ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে।

এজন্য সাংসদদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে—নিজস্ব কলম না আনা, ভোট দেওয়ার পর ব্যালট ঠিকভাবে ভাঁজ করা, যাতে দাগ ছড়িয়ে গিয়ে ভোট বাতিল না হয়।বর্তমানে এনডিএর হাতে ৪২৫ ভোট, যা জয়ের জন্য প্রয়োজনীয় ৩৯১ ভোটের থেকে ৩৪ বেশি। এনডিএর লক্ষ্য অন্তত ৬০% ভোট পাওয়া। যদিও আগের নির্বাচনে জগদীপ ধনখড় ৭৪.৪% ভোটে জয়ী হয়েছিলেন, এবার বিরোধী শিবির আগের তুলনায় শক্তিশালী হওয়ায় এনডিএর জন্য সেই রেকর্ড পুনরাবৃত্তি করা কঠিন হবে।

Related posts

Leave a Comment