December 6, 2025
দেশ

‘সেবা পরম ধর্মঃ’ শতের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী

দিল্লি: শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সেবাধর্মকে নতুন করে স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘সেবা পরমো ধর্মঃ’—এই দর্শনই শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের মূল শক্তি হয়ে আছে, যা সমাজকে মানবিকতা, সহমর্মিতা ও দায়বদ্ধতার পথে এগিয়ে নিয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সত্য সাই বাবার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর জীবনদর্শনকে ভারতের চিরায়ত সংস্কৃতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মোদীর কথায়, সত্য সাই বাবার শিক্ষায় যে নিঃস্বার্থ সেবার বার্তা রয়েছে, তা আজও দেশের সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের ভিত্তি হয়ে আছে।তিনি আরও জানান, দারিদ্র্য দূরীকরণ, চিকিৎসা, শিক্ষা ও মানবকল্যাণে সত্য সাই বাবার ভাবনা ও উদ্যোগ ভারতকে দীর্ঘদিন ধরে পথ দেখিয়ে এসেছে। ‘সেবা–মুখী ভারত’ গড়তে এই ভাবনাই ভবিষ্যতেও বড় ভূমিকা নেবে বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের উচ্চপদস্থ প্রতিনিধি, ভক্তবৃন্দ ও শ্রী সত্য সাই সেন্ট্রাল ট্রাস্টের সদস্যরা। সার্বিকভাবে, শতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে পুট্টাপার্থিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

Related posts

Leave a Comment