অন্ধ্রপ্রদেশ, ১৭ নভেম্বর: শতবর্ষ উদ্যাপনে সত্য সায়ী বাবার মানবিক দর্শনকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, “বিশ্ব এক পরিবার— Vasudhaiva Kutumbakam— এই আদর্শের জীবন্ত প্রতিমূর্তি ছিলেন সত্য সায়ী বাবা।”
তিনি জানান, মানবসেবা, সহমর্মিতা ও বৈশ্বিক ভ্রাতৃত্ববোধের যে বার্তা সত্য সায়ী বাবা দিয়েছেন, তা আজকের বিশ্ববাসীর জন্য আরও গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সত্য সায়ী বাবার অবদান অনবদ্য।
তাঁর মতে, “সেবা ধর্ম নয়, কর্তব্য; আর এই ভাবনাই ভারতের শক্তি।”শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রকল্পের কথাও উল্লেখ করেন, যা সত্য সায়ী ট্রাস্ট বহু দশক ধরে
