31 C
Kolkata
October 31, 2025
দেশ বিদেশ

তিয়ানজিনে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদি, লাল গালিচায় অভ্যর্থনা, প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস

শনিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানালেন চীনের শীর্ষ আধিকারিকেরা।

হোটেলে পৌঁছনোর পর প্রবাসী ভারতীয়রা “ভারত মাতা কি জয়” ও “বন্দে মাতরম” স্লোগানে মুখর করে তোলেন পরিবেশ। ছিল ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। চীনা শিল্পীরাও সেতার, সান্তুর, তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানান মোদিকে।জাপান সফর শেষ করে তিয়ানজিনে আসেন প্রধানমন্ত্রী।

এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, “তিয়ানজিনে অবতরণ করলাম। SCO সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।”এই সফরে মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে।

আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে SCO-র রাষ্ট্রপ্রধানদের ২৫তম বৈঠক।উল্লেখ্য, ভারত ২০১৭ সাল থেকে SCO-র সদস্য। ২০২২-২৩ সালে এই সংগঠনের রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের সভাপতিত্বও করেছে দিল্লি।

গালওয়ান উপত্যকায় ২০২০ সালের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়লেও সাম্প্রতিক সময়ে ভারত-চীন সম্পর্ক ফের স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। মোদি সর্বশেষ ২০১৮ সালে SCO সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন।

অপরদিকে শি জিনপিং ২০১৯ সালে ভারতে এসেছিলেন তথাকথিত “অনানুষ্ঠানিক বৈঠকে” যোগ দিতে।

Related posts

Leave a Comment