পুট্টাপার্থি, ১৯ নভেম্বর:আন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে আজ শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতবর্ষ উদ্যাপনের উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মহাসমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরব প্রার্থনায় শামিল হন।
প্রধানমন্ত্রী বলেন, সত্য সাই বাবার শিক্ষা ও মানবসেবার আদর্শ আজও কোটি মানুষের জীবনে আলোর দিশা দেখায়। তিনি আরও জানান, সেবা-ভাবনা ও মানবকল্যাণমূলক উদ্যোগই ভারতকে শক্তিশালী করে তুলছে।উপস্থিত ছিলেন আন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক গণমান্য ব্যক্তি এবং বিভিন্ন দেশের ভক্তরা। অনুষ্ঠানস্থলে ছিল কড়া নিরাপত্তা।
previous post
