November 3, 2025
দেশ

সোমবার থেকে দু “দিনের জন্য গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকে দুই দিনের জন্য গুজরাট সফর করবেন বলে তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী সকালে দাহোদে একটি লোকোমোটিভ উৎপাদন কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এবং একটি বৈদ্যুতিক লোকোমোটরেরও উদ্বোধন করবেন এবং পরে দাহোটে প্রায় 24 হাজার কোটি টাকার উন্নয়নের একাধিক প্রকল্পের প্রথম প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

এরপর তিনি ভুজ সফর করবেন প্রথম পাথর স্থাপন করতে এবং 53,400 মিলিয়ন টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে একটি জনসমাবেশ পরিচালনা করবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী গুজরাটের নগর বিকাশের 20 বছর উদযাপন এবং নগর উন্নয়ন বর্ষ 2025-এর সূচনা করতে গান্ধীনগরে যাবেন। এই উপলক্ষে তিনি জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

Related posts

Leave a Comment