প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিশ্ব ফুড ইন্ডিয়া ২০২৫-এ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষি, সার এবং ফুড প্রসেসিং খাতে ভারত-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।
মোদি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন—
“বিশ্ব ফুড ইন্ডিয়া ২০২৫-এ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভের সঙ্গে সাক্ষাতে আমি আনন্দিত। কৃষি, সার ও ফুড প্রসেসিং খাতে আমাদের ‘উইন-উইন’ সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেছি।”
এই বৈঠকে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ভারতের ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষার কথা উল্লেখ করেন।রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বিশ্ব খাদ্য নিরাপত্তা যখন হুমকির মুখে, তখন এই অংশীদারিত্বকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- রাশিয়ার সার সরবরাহে দক্ষতা ভারতের টেকসই কৃষিতে সহায়তা করবে।
- ফুড প্রসেসিংয়ে সহযোগিতা বাড়লে ভারতের ফসল-পরবর্তী ক্ষতি কমানো ও ভ্যালু-অ্যাডেড প্রোডাক্ট তৈরি সহজ হবে।
বিশ্ব ফুড ইন্ডিয়া মঞ্চে এই বৈঠক প্রমাণ করেছে যে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ভারত-রাশিয়া সহযোগিতা আগামী দিনে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

