প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লিতে মহারাষ্ট্রের রাজ্যপাল ও জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এক্স-এ (X) পোস্ট করে তাঁর দীর্ঘ জনসেবামূলক কাজের প্রশংসা করে শুভেচ্ছা জানান। গত রবিবার বিজেপি সভাপতি জেপি নড্ডা ঘোষণা করেন যে আসন্ন ৯ সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণনই এনডিএ-র প্রার্থী। 
দলীয় সংসদীয় বোর্ড ও মিত্র দলগুলির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের ২৪তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে তেলেঙ্গানা ও পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ সামলান।
 অভিজ্ঞ বিজেপি নেতা রাধাকৃষ্ণন কোয়েম্বাটুর থেকে দু’বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস তাঁর মনোনয়নের সমালোচনা করে তাঁকে “আরও একজন আরএসএস ব্যক্তি” বলে মন্তব্য করেছে। উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে জগদীপ ধনখড়ের পদত্যাগের পর। সংবিধানের ৬৪, ৬৬ ও ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভার সব সদস্য মিলে গোপন ব্যালটে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট পদ্ধতিতে উপরাষ্ট্রপতি নির্বাচন করবেন।

