জ্ঞানজাতীয় গৌরব দিবস উপলক্ষে দেশজুড়ে যখন উদ্যাপনের আবহ, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেবমোগরা মন্দিরে পৌঁছে ভগবান বীরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনায় আদিবাসী সমাজের অবদান অবিস্মরণীয়, এবং বীরসা মুন্ডা এই সংগ্রামের এক অগ্রণী পথিকৃৎ।উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও আদিবাসী ঐতিহ্যের প্রদর্শনকে প্রধানমন্ত্রী বিশেষভাবে প্রশংসা করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য আদিবাসী সমাজের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আরও জোর দেওয়া।এই দিনে দেশজুড়ে নানা সরকারি ও সামাজিক অনুষ্ঠানে আদিবাসী নেতাদের স্মরণ করা হয় এবং তাঁদের সংগ্রাম ও ত্যাগের কাহিনি তুলে ধরা হয়।
English Title:
