প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল (MICT), ভাভনগর, গুজরাটে আয়োজিত ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে। এটি মুম্বই পোর্ট অথরিটি (MbPA) ও ভারতের ক্রুজ ট্যুরিজম খাতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।কোভিড পরবর্তী সময়ে প্রতিবছর প্রায় ২.৫ লাখ যাত্রী এবং গড়ে ১০০টি ক্রুজ কল ভারতে নোঙর করছে, যার মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পরিষেবা অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে ভাষণ দিয়ে মোদী বলেন, “২১শ শতকের ভারত সমুদ্রকে এক বিশাল সুযোগ হিসেবে দেখে। ক্রুজ ট্যুরিজমকে বাড়াতে মুম্বইতে একটি আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।”ক্রুজ ভারত মিশন (সেপ্টেম্বর ২০২৪)-এর অংশ হিসেবে MbPA বিশ্বমানের এই টার্মিনাল তৈরি করেছে। এটি বছরে ১০ লাখ যাত্রী সামলাতে সক্ষম এবং একসাথে ৫টি জাহাজ নোঙর করার মতো ক্ষমতা রয়েছে।প্রকল্পটির আনুমানিক খরচ ৫৫৬ কোটি টাকা, যার আওতায় ৪,১৫,০০০ বর্গফুট এলাকা উন্নয়ন করা হয়েছে।
এর আগে বলার্ড পিয়ারের পুরনো ২৫,০০০ বর্গফুট শেডকে রূপান্তর করে এই আধুনিক ক্রুজ টার্মিনাল নির্মাণ করা হয়েছে।অনুষ্ঠানে MbPA-র চেয়ারপার্সন এবং MMB-র CEO-র মধ্যে মহারাষ্ট্রে মেগা শিপবিল্ডিং ক্লাস্টার তৈরির জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সারবানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরসহ মন্ত্রক ও MbPA-র ঊর্ধ্বতন আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
