দিল্লি, সোমবার: বৈশ্বিক জলবায়ু–অর্থায়নে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বকে সামনে এনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানান, বিশ্বমঞ্চে পরিবেশ–বান্ধব উন্নয়নের কার্যকর রূপরেখা আজ ভারতের হাতেই সবচেয়ে শক্তভাবে উপস্থিত। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সাম্প্রতিক একটি লেখার কথা উল্লেখ করে বলেন, ভারতের উদ্যোগই ভবিষ্যতের “টেকসই অর্থনীতি ও ন্যায়সঙ্গত গ্রোথ মডেলের মূল ভিত্তি” হয়ে উঠছে।মোদীর বক্তব্য, উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষায় ভারত শুধু নীতিগত দিকেই নয়, বাস্তব সময়ে বৃহৎ প্রকল্প, পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগ, সবুজ পরিকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে।
বিশেষ করে সোলার অ্যালায়েন্স, সবুজ হাইড্রোজেন প্রচার এবং প্রকৃতি–নির্ভর সমাধানে ভারতের ভূমিকা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য।তিনি আরও জানান, ভারত এমন একটি কাঠামো তৈরি করছে যা জলবায়ু অর্থনীতিকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও বহুপাক্ষিক করবে। মন্ত্রীর লেখাতেও তুলে ধরা হয়েছে, উন্নয়নশীল দেশগুলিকে সবুজ প্রকল্পে সহায়তা করতে ভারত বড় ভূমিকা নিতে প্রস্তুত।সরকারি মহলের মতে, পরিবেশ ও উন্নয়নকে একইসঙ্গে এগিয়ে নেওয়াই ভারতের অগ্রাধিকার। বিশ্ব জলবায়ু–বৈঠকগুলিতে ভারতের অবস্থান এরই প্রতিফলন।
