October 31, 2025
দেশ

‘মোদী দেশের জন্য যা করছেন, তা তোমরা বুঝবে না’, রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ মেরি মিলবেনের

মার্কিন গায়িকা মেরি মিলবেন।

নতুন দিল্লি: আমেরিকান গায়িকা ও অভিনেত্রী মেরি মিলবেন ফের শিরোনামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে তীব্র কটাক্ষে সরগরম সামাজিক মাধ্যম।

রাহুলের সাম্প্রতিক বক্তব্যের জবাবে মেরি এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতের জন্য যা করছেন, তা অসাধারণ। তবে আমি আশা করি না, আপনি সেটা বুঝবেন।’

মেরি আরও লেখেন, ‘মোদীজি শুধু একজন নেতা নন, তিনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি ভারতের সংস্কৃতি, অর্থনীতি ও মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।’ তাঁর পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য, মেরি মিলবেন এর আগে ২০২৩ সালে দিল্লিতে জি-২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে গান গেয়েছিলেন এবং বলেছিলেন যে “ভারত আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।” তাঁর নতুন মন্তব্যে আবারও সেই মনোভাবই প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, কংগ্রেস শিবিরের একাধিক নেতারা মেরির মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, বিদেশি সেলিব্রিটিরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মতামত দিচ্ছেন, যা অনুচিত।

তবে সোশ্যাল মিডিয়ায় মেরির মন্তব্য ঘিরে আলোচনা থামছে না। অনেকেই তাঁকে “India’s international friend” বলেও আখ্যা দিয়েছেন।

Related posts

Leave a Comment