নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পেরেরাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার এক বার্তায় তিনি জানান, ভারত ও বলিভিয়ার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে এবং পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত করবে।
এক্স (X)-এ দেওয়া বার্তায় মোদি লেখেন, ‘বলিভিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য মি. রদ্রিগো পাজ পেরেরাকে আন্তরিক অভিনন্দন। ভারত ও বলিভিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের পারস্পরিক সহযোগিতা ও সমৃদ্ধির ভিত্তি। আগামীতেও এই সম্পর্ক আরও গভীর হবে, সেই আশা রাখি।’দক্ষিণ আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বলিভিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ। 
বিশেষ করে লিথিয়াম ও প্রাকৃতিক সম্পদের কৌশলগত প্রাসঙ্গিকতায় দেশটির সঙ্গে ভারতের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।পেরেরার নির্বাচনে প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকা ‘মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজম’ (MAS)-এর শাসনের অবসান ঘটেছে। নতুন প্রেসিডেন্ট ঐক্য, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাকে প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেছেন, যা ইতোমধ্যে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা স্বাগত জানিয়েছেন।
আঞ্চলিক অর্থনীতি, খনিজ সম্পদ উন্নয়ন ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভারত-বলিভিয়া সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মোদির শুভেচ্ছা বার্তা সেই সহযোগিতার পথকেই আরও সুদৃঢ় করল।
							previous post
						
						
					
