December 6, 2025
দেশ

মদিনায় উমরাহযাত্রীদের বাসদুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

নতুন দিল্লি, ১৭ নভেম্বর: সৌদি আরবের মদিনায় ভারতীয় উমরাহযাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাত্রাকালে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় ভয়াবহ আগুন থেকে বেরোনোর সুযোগ পাননি।

এক্স–এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ ঘটনার পরপরই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোকপ্রকাশ করে জানিয়েছেন, রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেড্ডা কনসুলেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করছে।

জেড্ডায় ২৪×৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা সরকার হায়দরাবাদে আলাদা হেল্পলাইন চালু করেছে, যাতে পরিবারগুলি নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়ে তথ্য পেতে পারে। দুর্ঘটনার পর গোটা ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলিকে সহায়তা, মৃতদেহ দ্রুত দেশে ফেরানো এবং আহতদের যত্ন—এই তিনটি অগ্রাধিকারের বিষয়ে ভারতের প্রশাসনিক কর্তারা সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

Related posts

Leave a Comment