31 C
Kolkata
October 31, 2025
দেশ

দীপাবলিতে নৌসেনাদের পাশে প্রধানমন্ত্রী: অপারেশন ‘সিন্দুর’-এ ইন্স বিক্রান্তের ভূমিকা স্মরণ

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরও বার্ষিক প্রথা বজায় রেখে দীপাবলি কাটালেন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে। সোমবার তিনি গোয়া এবং কারওয়ার উপকূলে মোতায়েন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইএনএস বিক্রান্ত-এ গিয়ে নৌসেনাদের সঙ্গে উৎসব পালন করেন।

সৈনিকদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘ইএনএস বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারতের শক্তি, মেধা ও অদম্য প্রতিশ্রুতির প্রতীক।’ তিনি আরও জানান, অপারেশন ‘সিন্দুর’-এ এই যুদ্ধজাহাজে থাকা কৌশলগত শক্তি পাকিস্তানকে কয়েক দিনের মধ্যেই নতজানু হতে বাধ্য করেছিল।

তিনি তিন বাহিনীর সমন্বয়কে বিশেষভাবে তুলে ধরে বলেন, এই সমন্বিত শক্তিই ওই অভিযানে দ্রুত জয়ের মূল কারণ ছিল। মোদি বলেন, “বিক্রান্ত নামটাই শত্রুর মনোবলে ভয় সঞ্চার করে। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি শত্রুর সাহস ভেঙে দেয়। এটিই ভারতের নৌশক্তির আসল পরিচয়।”প্রধানমন্ত্রী এই সময় ব্রহ্মোস ক্রুজ মিসাইলের ভূমিকাও স্মরণ করেন।

তিনি জানান, এটি কেবল ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক নয়, আন্তর্জাতিক স্তরে একাধিক দেশ ইতিমধ্যে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আগ্রহ দেখাচ্ছে। মোদি আরও বলেন, ভারতকে বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ করে তোলার লক্ষ্যেই সরকার অগ্রসর হচ্ছে।

দীপাবলির রাতে নৌসেনাদের দেশপ্রেম, শৃঙ্খলা ও অকৃত্রিম আন্তরিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তার ভাষায়, “এই রাতের অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন — দেশরক্ষায় নিয়োজিত আপনাদের আত্মত্যাগই ভারতের সত্যিকারের আলোর উৎসব।”

Related posts

Leave a Comment