নয়াদিল্লি, ৩০ নভেম্বর: রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে উত্তরাখণ্ডের পর্যটন সম্ভাবনা তুলে ধরে দেশবাসীকে রাজ্যে আরও বেশি ভ্রমণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন—হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্য শুধু আধ্যাত্মিক তীর্থভূমি নয়, বরং অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও গ্রামীণ পর্যটনের অসীম সম্ভাবনার ভাণ্ডার।
মোদীর কথায়, কেদার-বদ্রীধাম, হেমকুণ্ড সাহিব, চারধাম ছাড়াও উত্তরাখণ্ডের ছোট ছোট গ্রাম, পাহাড়ি হেরিটেজ, বন্যপ্রাণ অভয়ারণ্য এবং ইকো-ট্যুরিজম এলাকা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে। তিনি জানান, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতেও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন—পরিবেশ রক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই পর্যটনকে গুরুত্ব দিতে হবে। ভ্রমণকারীদের তিনি অনুরোধ করেন, ‘পরিবেশবান্ধব ভ্রমণ’ নিশ্চিত করতে এবং পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক বর্জ্য ফেলার বিরুদ্ধে সতর্ক থাকতে।
রাজ্য সরকার এ মন্তব্যকে স্বাগত জানিয়ে জানিয়েছে, কেন্দ্রের সহায়তায় নতুন কানেক্টিভিটি প্রকল্প, হোমস্টে উন্নয়ন এবং ধর্মীয়–অ্যাডভেঞ্চার পর্যটনকে সামনে রেখে বড় পরিকল্পনা সাজানো হয়েছে।
English Title:
