31 C
Kolkata
October 31, 2025
দেশ

৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদি: “নয়া ভারত ঘরে ঢুকে মারে”, পাকিস্তানের পারমাণবিক হুমকিকে কড়া জবাব


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৫তম জন্মদিনে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। বুধবার মধ্যপ্রদেশের ধর জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি আবারও তাঁর বহুল উদ্ধৃত মন্তব্যটি পুনরাবৃত্তি করেন— “নয়া ভারত এখন ঘরে ঢুকে মারে।”

মোদি জানান, সম্প্রতি জইশ-ই-মোহাম্মদের এক কমান্ডার স্বীকার করেছে যে ভারতের অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী শিবির ধ্বংস হয়েছে এবং জইশ প্রধান মাসুদ আযহারের পরিবারেরও বড় ক্ষতি হয়েছে।তিনি বলেন, ওই পাকিস্তানি জঙ্গির চোখের জলের স্বীকারোক্তি প্রমাণ করছে ভারতের জবাব কতটা কার্যকরী হয়েছে। মোদি স্পষ্ট ভাষায় জানান— “নতুন ভারত কোনো পারমাণবিক হুমকিকে ভয় পায় না, সন্ত্রাসীদের ঘরে ঢুকেই আঘাত করে।”প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানি জঙ্গিরা আমাদের বোন-মেয়েদের সিন্দুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিন্দুর করে তাদের ঘাঁটি ধ্বংস করেছি। আমাদের সেনারা চোখের পলকে পাকিস্তানকে হাঁটুতে বসিয়েছে। গতকালই আরেকজন পাকিস্তানি জঙ্গি কেঁদে কেঁদে নিজের হাল জানিয়েছে। এটাই নতুন ভারত—যে কারও পারমাণবিক হুমকিকে ভয় পায় না।”এই দিনে ঐতিহাসিক তাৎপর্যের কথাও স্মরণ করান মোদি।

১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর ভারতীয় সেনারা অপারেশন পোলো শুরু করে হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করেছিল। তিনি বলেন, “সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পের জন্যই হায়দরাবাদ মুক্ত হয়েছিল। বহু বছর ধরে এই দিনটিকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু আমাদের সরকার এখন থেকে এটিকে হায়দরাবাদ মুক্তি দিবস হিসেবে পালন করছে।”মোদি এদিন ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “মা, বোন, কন্যাদের স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। গর্ভবতী নারী ও কন্যাদের পুষ্টির জন্য সরকার মিশন মোডে কাজ করছে। আজ থেকেই শুরু হলো ৮ম জাতীয় পুষ্টি মাস।”তিনি আরও জানান, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোই লক্ষ্য। এ জন্য ২০১৭ সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা। এই প্রকল্পে প্রথম সন্তানের জন্য মায়ের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ₹৫,০০০ এবং দ্বিতীয় কন্যাসন্তানের জন্মে ₹৬,০০০ দেওয়া হয়।

এ পর্যন্ত ৪.৫ কোটিরও বেশি গর্ভবতী নারী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ একাধিক বিশ্বনেতা তাঁকে শুভেচ্ছা জানান।দেশের ভেতরেও রাজনৈতিক বিভিন্ন দল এবং বিরোধীরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো নানা কর্মসূচি ও জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করছে।

Related posts

Leave a Comment