মিলন খামারিয়া: খড়দহ: বিশ্ব জুড়ে প্রতি বছর ৬ জুলাই ‘বিশ্ব জুনোসিস দিবস’ হিসাবে পালিত হয়। জুনোসিস হল একটি সংক্রামক রোগ যা প্রজাতির মধ্যে ছড়াতে পারে – প্রাণী থেকে মানুষে বা এর বিপরীতে এবং এটি প্রধাণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা শৈবালের আক্রমণে হয়ে থাকে। জলাতঙ্ক, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা ভাইরাস, অ্যানথ্রাক্স, ডায়রিয়া, নিপা ভাইরাস, কুষ্ঠ, সাম্প্রতিককালের কোভিড-১৯ ইত্যাদি রোগ সাধারণত প্রাণী থেকে মানব দেহে সংক্রামিত হয়।
১৮৮৫ খ্রিস্টাব্দের ৬ জুলাই প্রখ্যাত ফরাসি রসায়নবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর রেবিস ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে প্রথম টিকা তৈরি করেন। জুনোটিক রোগের সংক্রমণ নিয়ন্ত্রক হিসাবে প্রতি বছর ৬ জুলাই তাঁর কৃতিত্বের প্রতি সম্মান জানাতে বিশ্ব জুনোসিস দিবস উদযাপিত হয়।
রাস্তায় অনেক কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, সবার স্থান বাড়িতেই হয় না। এরা রাস্তায় বা কারো বাড়িতে ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে। আমাদের দেশীয় কুকুর বিড়ালদের খাবার যেখানে জোটে না তেমন, সেখানে অনেকেই বিদেশী কুকুর পোষেন। দেশী কুকুরের যত্ন নিলে কী তারা পাহারা দেয় না? প্রশ্ন থেকেই যায়।
দেশী কুকুর, বিড়াল গুলোর যত্ন তেমন নেওয়া হয় না, তাতে অনেক কুকুর, বিড়াল – বিভিন্ন কারণে অনেক সময় আক্রমণ করে মানুষকে কামড়ে দেয়। আর তা থেকেই র্যাবিস ভাইরাস ছড়িয়ে যেতে পারে মানুষের শরীরে।
এই সমস্যা থেকে মুক্তি পেতেই গতকাল, ৬ ই জুলাই, গৃহপালিত ও পথে ঘুরে বেড়ানো কুকুর বিড়ালদের বিনামূল্যে অ্যান্টি র্যাবিস ভ্যাক্সিন দিল ‘Pets and Friends’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। খড়দহের কল্যাণ নগরের লাহিড়ী টাওয়ারে একদিনের একটি ক্যাম্পের আয়োজন করেছিল ‘Pets and Friends’। সংস্থার পক্ষ থেকে যে free anti rabies vaccination ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেখানে ১০০ এর উপরে কুকুর ও বিড়াল কে ARB vaccination করা হয়েছে। এছাড়াও তারা বিভিন্ন এলাকায় ঘুরে পথ কুকুর ও বিড়ালদের vaccination করেছে।
এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে প্রসেনজিৎ পাল বলেন, আপনারা জানেন যে, র্যাবিস ভাইরাস কতটা ক্ষতিকর। আমরা আমাদের দেশকে র্যাবিস ভাইরাস মুক্ত করতে চাই। তাই ‘বিশ্ব জুনোসিস দিবস’-এ আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কুকুর বিড়ালদের ভ্যাক্সিন, শারীরিক পরীক্ষা ও কুকুর বিড়ালকে বাড়িতে বা রাস্তায় যথাযথভাবে রাখার জন্য সঠিক পরামর্শ প্রদান করছি। সবাই এগিয়ে আসুন, আমরা আমাদের দেশকে র্যাবিস ভাইরাস মুক্ত করি।
এই শিবিরে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন খড়দহের সমাজসেবী অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে সব প্রাণীদের বাঁচানোর কথা বলা হয়েছে। আমরা দেখেছি বাম শাসিত কেরালা রাজ্যে কিছু বছর আগে অনেক কুকুরকে মেরে ফেলা হয়েছিল, যা অত্যন্ত অন্যায় হয়েছিল। কুকুর ভগবান শিবের কাল বৈরভ রূপের বাহন আবার বিড়াল মা ষষ্ঠীর। তাদের রক্ষা করে পর্যাবরণ বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে পাশাপাশি দেশকে র্যাবিস ভাইরাস মুক্ত করতেও হবে। ‘Pets and Friends’-এর আজকে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।