December 6, 2025
দেশ

‘পাঞ্জাবের মানুষ কাজের রাজনীতি চান’: তরণতারণ উপনির্বাচনে জয়ের পর উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

চণ্ডীগড়:তরণতারণ উপনির্বাচনে আম আদমি পার্টির (এএপি) জয়ের পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দাবি করেছেন, পাঞ্জাবের মানুষ প্রমাণ করে দিয়েছেন যে তারা মতাদর্শ নয়, কাজের রাজনীতিকেই সমর্থন করেন। উপনির্বাচনের ফল ঘোষণার পর মান বলেন, “এই জয় স্পষ্ট করে দিল—পাঞ্জাববাসী উন্নয়ন, সততা ও পরিষ্কার রাজনীতির পক্ষেই।”মান জানান, রাজ্যের নানা উন্নয়নমূলক প্রকল্প, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে সংস্কার মানুষকে এএপি-র প্রতি আরও আস্থাশীল করেছে।

তিনি বলেন, “প্রতিশ্রুতি নয়, কাজ—এই নীতিতেই বিশ্বাস রাখে পাঞ্জাব। তরণতারণের মানুষ সেই বার্তাই দিয়েছেন।”এএপি শিবিরে উৎসবের আবহ। দলীয় নেতৃত্ব দাবি করেছে, বিরোধীরা যতই কটাক্ষ করুক, পাঞ্জাববাসী আবার দেখিয়ে দিলেন তারা বাস্তব কাজকেই ভোট দেন।তরণতারণে এএপি-র এই জয়কে আসন্ন রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment