December 6, 2025
দেশ

“বিহারের মানুষ এনডিএ সরকার গঠনের মনস্থির করেছে, ২০ বছরের রেকর্ড ভাঙবে এবার”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সমস্তিপুর, ৪ নভেম্বর: বিহারে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সমস্তিপুরে এক জনসভায় তিনি বলেন, “বিহারের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন—এইবার এনডিএই জিতবে, আর এবারের জয় বিগত ২০ বছরের সব রেকর্ড ভেঙে দেবে।”প্রধানমন্ত্রী বলেন, “বিহারে উন্নয়নের ধারাকে কেউ আটকাতে পারবে না।

আজকের যুবসমাজ, কৃষক, মহিলা—সবাই উন্নয়নের রাজনীতি চায়, দুর্নীতির নয়।” তিনি কটাক্ষ করে বলেন, “যারা বছরের পর বছর ‘জঙ্গলরাজ’ চালিয়েছে, তারা আবার ফিরে এসে বিহারের ভাগ্য অন্ধকারে ঠেলে দিতে চায়। কিন্তু মানুষ আর তাদের সুযোগ দেবে না।”মোদী বলেন, এনডিএ সরকারের নেতৃত্বে বিহারে অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে।

তিনি দাবি করেন, “আমরা যে প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করি। বিহার এখন আত্মনির্ভর ভারতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।”জনসভায় উপস্থিত হাজার হাজার সমর্থকের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানান, “ভোট দিন পদ্মফুলে, উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করুন।”

Related posts

Leave a Comment