December 6, 2025
দেশ

‘আগে ভোট, পরে জলখাবার’: বিহারে মহিলা ভোটারদের উৎসাহ দিতে দলীয় কর্মীদের বার্তা প্রধানমন্ত্রীর

পাটনা, ৪ নভেম্বর:বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে এবার সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিজেপি ও এনডিএর কর্মীদের উদ্দেশে বলেন, “Pehle matdaan, phir jalpaan” — অর্থাৎ আগে ভোট, তারপর জলখাবার। বিশেষ করে মহিলা ভোটারদের ভোটকেন্দ্রে আনতে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।নির্বাচনী সভায় মোদি বলেন, “মহিলারা আজ উন্নয়নের প্রকৃত প্রতিনিধি।

তারা যদি বেশি সংখ্যায় ভোট দেন, তাহলে বিহার উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।” তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান, প্রত্যেক গ্রামে মহিলাদের ভোটদানে উৎসাহিত করতে।মোদির এই মন্তব্যে স্পষ্ট, মহিলা ভোটারদের প্রভাব এবারের নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি মহিলা ভোটকে কেন্দ্র করেই বিহারে ভোটকৌশল সাজাচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, “বিহারের জনগণ পরিবারবাদ নয়, উন্নয়নের রাজনীতি চায়। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

Related posts

Leave a Comment