25 C
Kolkata
November 1, 2025
কলকাতা

কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। SG130 বিমানটি কলকাতা থেকে বাগডোগরা রওনা দেওয়ার কথা ছিল ভোর সাড়ে পাঁচটায়। একদম শেষ মুহূর্তে রওনা দেওয়ার আগে যাত্রীদেরকে জানানো হয়, বিমান বাতিল করা হয়েছে। সেই কারণেই যাত্রী বিক্ষোভ।বিমান ওড়ার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্পাইসজেটের দিল্লিগামী বিমান বাতিল করাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে কলকাতা বিমানবন্দরে বিমান সংস্থার কর্মীদের বচসাও বাধে। বিমান সংস্থার কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান যাত্রীরা। জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার তরফে এদিন সকালে বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়েছিল। তার পরের দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে দেখিয়ে বিমান ওড়ার নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে যাত্রীদের জানানো হয় তাদের বিমান আজ উড়বে না।

Related posts

Leave a Comment