ফের বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় গোপন জবানবন্দি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী’ হওয়ার পরে তিনি আর অভিযুক্ত থাকবেন না। আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায়।
এবার সেই মামলায় বৃহস্পতিবার আদালতে গিয়ে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের মামা, যিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় এর বেয়াই হন। তদন্ত চলাকালীন পার্থের বেয়াইয়ের বয়ান রেকর্ড করেছিলেন কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির অফিসারেরা। তিনি জানিয়েছেন, ‘জমির দলিল-সহ একাধিক নথি ইডিকে দিয়েছেন’। ইডির দফতরে গিয়ে আরও তিনটি জমির দলিল, একটি সংস্থার অডিট রিপোর্ট, এলআইসির শংসাপত্র এবং একটি ফ্ল্যাটের দলিল দিয়ে এসেছিলেন।
previous post