24 C
Kolkata
December 26, 2024
রাজ্য

পঞ্চায়েত হিংসায় মৃতদের মধ্যে একজন বাদে সকলেই সংখ্য়ালঘু, তালিকা শুভেন্দুর

সংবাদ কলকাতা: পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে হিংসার ঘটনা ঘটেছে, তাঁর মধ্যে মৃত ৮ জনের মধ্যে সাত জনই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে জানিয়েছেন, পাপচক্র ও মিথ্য়ে এনআরসির প্ররোচনা দেওয়ার ফলাফল। দেখুন সেই তালিকা। যাঁরা পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে মারা গিয়েছেন, তাঁদের মধ্য়ে একজন বাদে সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানেই থেমে থাকেননি। তিনি মৃতদের তালিকাও তুলে ধরেছেন। তাঁর তুলে ধরা সেই তালিকায় মৃতদের মধ্যে রয়েছেন:

১) মুর্শিদাবাদের খড়গ্রামে ফুলচাঁদ শেখ
২) দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সেলিম মোল্লা
৩) দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মহিউদ্দিন মোল্লা
৪)দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের রশিদ মোল্লা
৫) মুর্শিদাবাদের নবগ্রামের মোজাম্মেল শেখ
৬) মালদার সুজাপুরের মুস্তাফা শেখ
৭) কোচবিহারের দিনহাটার শম্ভু দাস
৮) উত্তরদিনাজপুরের চোপড়ার মনসুর আলম

শুভেন্দু অধিকারী বলেন, এই হিংসার ঘটনায় অনেকে জখম হয়ে হাসপাতালে ভর্তি সেজন্য এই মৃত্যুর পরিমাণ আরও বাড়তে পারে। কার্যত এই ট্যুইটের পর মমতার সংখ্যালঘু প্রীতির মুখোশ খুলে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের সংখ্যালঘুরাও বুঝতে পারছেন, তাঁদেরকে এতদিন তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন মমতা। শুভেন্দু দাবি করেছেন, এই মৃত্যুর জন্য মমতা এবং রাজীব সিনহা দায়ী।

Related posts

Leave a Comment