লখনউ, ৪ ডিসেম্বর — উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বলেছেন, দেশের উন্নয়ন ও জাতি গঠনের ভিত্তি স্থাপনে ‘পঞ্চ প্রণ’ হল এক অনন্ত, চিরকালীন মন্ত্র, যা নাগরিকদের দায়িত্ববোধ, নৈতিকতা ও জাতীয় অগ্রাধিকারের দিকে পথ দেখায়।
তিনি জানান, আত্মনির্ভর ভারত, উপনিবেশিক মানসিকতার পরিত্যাগ, ঐতিহ্যের গৌরব পুনঃপ্রতিষ্ঠা, ঐক্য–অখণ্ডতা রক্ষা এবং দেশের উন্নয়নকে সর্বোচ্চ লক্ষ্য করা—এই পাঁচটি প্রণ দেশকে আগামী শতকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্ভরযোগ্য দিশা। যোগীর মতে, সমাজের প্রতিটি স্তরে এই মূল্যবোধ বাস্তবায়িত হলে ভারত বিশ্বমঞ্চে শক্তিশালী নেতৃত্বে পরিণত হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে এই নীতিগুলি আত্মস্থ করতে উৎসাহিত করা জরুরি, কারণ তারাই আগামী দিনের জাতি নির্মাতা। প্রশাসনিক ব্যবস্থায় নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করাই ‘পঞ্চ প্রণ’-এর মূল শক্তি বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য।
