29 C
Kolkata
August 2, 2025
দেশ

আটারি-ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান

পহেলগাম হামলার পর ভারতে বসবাসকারী পাকিস্তানের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। বাতিল করা হয় ভিসাও। এর পরেও সীমান্ত বন্ধ রেখেছিল পাকিস্তান। অবশেষে নানা টালবাহানার পর আত্তারি-ওয়াঘা সীমান্ত এলাকা খুলে দিয়েছে পাকিস্তান। ফলে শুক্রবার সকাল থেকেই ভারতে আটকে থাকা পাকিস্তানি নাগরিকেরা সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। 

প্রসঙ্গত পহেলগামে পর্যটকদের উপরে নির্বিচারে জঙ্গি হামলার ঘটনার জন্য পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করে জানিয়ে দেওয়া হয়, ২৯ এপ্রিলের মধ্যে তাঁদের ভারত ছেড়ে চলে যেতে হবে। সেইমতো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানি নাগরিকরা পাঞ্জাবের আটারি সীমান্তে পৌঁছন। কিন্তু সেই সময় সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। পাকিস্তানেও ভারতীয়দের ভিসা বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সীমান্তের দু’পাশেই বহু মানুষ, যাঁদের মধ্যে শিশু, মহিলা, প্রবীণ সকলেই ছিলেন— তাঁরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এরপর প্রায় ২৪ ঘণ্টা নীরবতার পর এই পদক্ষেপ করে ইসলামাবাদ।

Related posts

Leave a Comment