গয়া, ৫ নভেম্বর:বিহারের নির্বাচনী ময়দানে প্রচার জোরদার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার গয়ায় বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “লালু প্রসাদ যাদবের শাসনামলে বিহারে ৬০টিরও বেশি জাতিগত হত্যাকাণ্ড এবং ৩০,০০০-এরও বেশি অপহরণের ঘটনা ঘটেছিল। সেই সময়ে রাজ্য সম্পূর্ণ ‘জঙ্গলরাজ’-এর কবলে ছিল।”যোগী দাবি করেন,
“আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিহারে উন্নয়নের হাওয়া বইছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কিন্তু বিরোধীরা আবারও রাজ্যকে অন্ধকার যুগে ফেরাতে চায়।”তিনি আরও বলেন, “মহাগঠবন্ধন ভোটে জিতলে দুর্নীতি ও অপরাধ আবার মাথাচাড়া দেবে। তাই জনগণের দায়িত্ব হলো আবারও এনডিএ সরকারকে ক্ষমতায় আনা।”যোগী আদিত্যনাথের সভায় বিশাল জনসমাগম হয়েছিল, যেখানে তিনি মহাগঠবন্ধনের পরিবারবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সতর্ক করেন। তাঁর মতে, “বিহারের মানুষ আজ উন্নয়নের পক্ষে, অপরাধের নয়।”
