November 1, 2025
দেশ

বিরোধীদের অনুপস্থিতিতে সংসদে শূন্যতা, শুভাংশু শুক্লার ঐতিহাসিক সাফল্যে প্রশংসা শশী থারুরের

ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) যাত্রা করা বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাফল্যকে ঘিরে সোমবার সংসদে বিশেষ আলোচনা আয়োজন করা হলেও বিরোধী দলগুলি তাতে অংশ নেননি। তবে কংগ্রেস সাংসদ শশী থারুর এক হৃদয়গ্রাহী বার্তায় শুক্লার কৃতিত্বকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।থারুর বলেন, শুক্লার এই ঐতিহাসিক মিশন শুধু ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যতের পথই প্রশস্ত করেনি, বরং গগনযান প্রকল্পের জন্য অমূল্য অভিজ্ঞতা ও তথ্য এনে দিয়েছে।

মহাকাশের বাস্তব পরিবেশে ভারতীয় প্রযুক্তি ও প্রোটোকল পরীক্ষার মাধ্যমে গগনযানের ঝুঁকি হ্রাস এবং জীবনরক্ষা ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে শুক্লার অবদান গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন।তাঁর মতে, মহাকাশে মানব স্বাস্থ্যের ওপর গবেষণা এবং উদ্ভিদ বৃদ্ধির মতো নানা বৈজ্ঞানিক পরীক্ষা ভারতীয় মহাকাশ গবেষণাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।শুক্লার এই যাত্রা আন্তর্জাতিক মহাকাশ কূটনীতিতে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে বলে থারুর মন্তব্য করেন।

রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার পর শুক্লাকে সংবর্ধনা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন সহ বিশিষ্ট ব্যক্তিরা।১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখা শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক মিশন ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় রচনা করল।

Related posts

Leave a Comment