April 16, 2025
দেশ

ওয়াকফ-জেপিসিতে গুরুত্ব না পেয়ে ক্ষুব্ধ বিরোধী শিবির

ফাইল চিত্র

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের আগে সংসদে অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। সংসদের বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিয়ে সেই ক্ষোভ উগরে দিল কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। সূত্রের খবর, সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের উপেক্ষা করেছে সম্মিলিতভাবে তা তুলে ধরেন বিরোধীরা।

বিরোধীরা একযোগে অভিযোগ করেন, ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। যৌথ কমিটির বৈঠকেও বিলটির বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে সরব ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিলের ৪৪টি ধারা নিয়েই যে তাদের আপত্তি রয়েছে সে কথা বৈঠকের প্রথমদিন থেকেই নথিবদ্ধ করার কাজ করার পরে ডিসেন্ট নোটেও বিলের খামতির কথা পরতে পরতে তুলে ধরেছেন কল্যাণ। এবার সর্বদল বৈঠকেও ওই ইস্যুতে সরব তৃণমূল।

এদিকে অভিযোগের সময় বিরোধীরা একসঙ্গে এগিয়ে এলেও সংসদের অধিবেশনে একসঙ্গে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধি দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে ডাকা বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি হাজির থাকবে না বলেই ঠিক করেছে তারা। তবে ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা (উদ্ধব)-র মতো আঞ্চলিক দলগুলির সঙ্গে তৃণমূল সমন্বয় রেখেই চলবে তৃণমূল।

Related posts

Leave a Comment