October 31, 2025
দেশ

ওড়িশার এসসিবি হাসপাতালে ওপেন হার্ট সার্জারিতে মৃত্যুহার বাড়ায় বিশেষজ্ঞ টিম ডাকল সরকার

ওড়িশার কাটকে অবস্থিত এস.সি.বি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর রোগীর মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতি সামাল দিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), নয়াদিল্লি এবং কেরালার কোট্টায়াম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।সম্প্রতি ওড়িশা হাইকোর্ট এই উচ্চ মৃত্যুহারের বিষয়ে প্রশ্ন তোলার পর সরকার আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেয়। দাখিল করা এক হলফনামায় স্বাস্থ্যদপ্তরের সচিব অশ্বতী এস জানিয়েছেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এসসিবি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হওয়া রোগীদের প্রায় ১৭ শতাংশ পরে মারা গেছেন, যা “অত্যন্ত উদ্বেগজনক”।সরকারি হলফনামায় আরও বলা হয়—

  • সিটিভিএস (CTVS) বিভাগে দক্ষ ও বিশেষজ্ঞ সার্জনের সংখ্যা খুবই কম
  • দ্রুত নতুন ফ্যাকাল্টি ও সিনিয়র রেসিডেন্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে
  • চিকিৎসক, নার্স ও প্যারামেডিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা হবে
  • বিশেষজ্ঞ দল এসে ‘হ্যান্ডস-অন ট্রেনিং’ ও টেকনিক্যাল গাইডলাইন দেবে
  • অপারেশন থিয়েটার ও আইসিইউতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে

হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, ওপেন হার্ট সার্জারি জীবন রক্ষাকারী হলেও দক্ষ টিম পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে ঝুঁকি অনেক বেড়ে যায়। আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ২৭ নভেম্বর

Related posts

Leave a Comment