নতুন দল তৈরি হতে চলেছে বাংলাদেশে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি দলের নাম ঘোষণা হতে পারে। কিন্তু তার আগে দলের কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কে কোন পদে থাকবেন, কার পদের গুরুত্ব কতটা, তা নিয়ে এখনও পুরোপুরি সমঝোতায় আসতে পারেননি নেতারা।
সূত্রের খবর, সমঝোতাসূত্র বার করার উদ্দেশ্যেই শীর্ষপদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। একের পর এক নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রথমে ৪ থেকে বাড়িয়ে শীর্ষপদের সংখ্যা ৬ করা হয়েছে। কিন্তু সংখ্যাটি আরও বাড়তে পারে বলে দাবি।
previous post