December 4, 2025
দেশ

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী কম্যান্ডার মাডভি হিডমা; ২৬টি হামলার মূল ষড়যন্ত্রী ছিল সে

অমরাবতী, সোমবার: দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর “সর্বাধিক ওয়ান্টেড” তালিকায় থাকা কুখ্যাত মাওবাদী কম্যান্ডার মাডভি হিডমা অন্ধ্রপ্রদেশে এক এনকাউন্টারে নিহত হয়েছে। সূত্র অনুযায়ী, হিডমা গত কয়েক বছরে ২৬টি প্রাণঘাতী হামলা পরিচালনার মূল পরিকল্পনাকারী ছিল এবং তার মৃত্যুকে মাওবাদীদের জন্য বড় ধাক্কা বলে মনে করছে নিরাপত্তা মহল।

স্থানীয় পুলিশ ও গ্রে হাউন্ড জওয়ানদের যৌথ অভিযানে এই এনকাউন্টার ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। নিরাপত্তাবাহিনী মনে করছে, হিডমার মৃত্যু পূর্বাঞ্চলীয় জঙ্গলে নকশাল নেটওয়ার্ককে আরও দুর্বল করবে।


English Title:

Related posts

Leave a Comment