December 6, 2025
খেলা

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নরওয়ে

দিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান। টানা ২৮ বছর পর ফের বিশ্বকাপে ফিরছে নরওয়ে। ইউরোপীয় বাছাই পর্বে ধারাবাহিক পারফরম্যান্স, শেষ ম্যাচে দাপুটে জয় এবং দলগত দৃঢ় মানসিকতার জোরেই বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করল নরওয়েজিয়ান ফুটবল দল।
১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি নরওয়ে। মাঝের এই প্রায় তিন দশকের সময়কালে বহুবার সুযোগের কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হয় দল। এবার সেই অতীত ভুলে নতুন ইতিহাস রচনা করল তারা।

বাছাই পর্বে নরওয়ের ফুটবলারদের গতি, মসৃণ পাসিং, শারীরিক শক্তি এবং আক্রমণাত্মক কৌশল প্রতিপক্ষকে বারবার চাপে ফেলে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি দলটি শেষ ম্যাচে অসাধারণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
ফেডারেশনের কর্মকর্তাদের বক্তব্য, এই যোগ্যতা অর্জন শুধু সাফল্য নয়, নরওয়ের ফুটবলের ভবিষ্যতের জন্য নতুন দিশা। কোচ জানিয়েছেন, দলের লক্ষ্য শুধু যোগ্যতা অর্জন নয়—বিশ্বকাপে গিয়ে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখানো।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস। সমর্থকদের আশা, নতুন দলে রয়েছে এমন প্রতিভা, যারা বিশ্বমঞ্চে নরওয়েকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

Related posts

Leave a Comment